বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব

খেলাধুলা ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি টাইগার তারকা।

১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব। ওয়ানডেতে ছয় হাজারের ওপরে রান করেছেন, পাশাপাশি শিকার ২৬০ উইকেট। ২০১১ এর পয়লা জানুয়ারি থেকে ২০২০ এর ৭ অক্টোবর পর্যন্ত পারফর্মেন্সের ভিত্তিতে এ দল নির্বাচন করা হয়েছে। এ সময়ে প্রায় ৩৯ গড়ে ৪ হাজারের বেশি রান সাকিবের।

রোববার ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল তিনিই। এছাড়া ভারত থেকে রয়েছেন সবচেয়ে বেশি তিনজন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে রয়েছেন একজন করে। অধিনায়ক করা হয়েছে অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া দশক সেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলও প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কারো। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ধোনি।

টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে। দলে সর্বোচ্চ চারজন ইংল্যান্ডের। কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আছেন তিন ফরম্যাটের দলেই।

দশক সেরা এই দলে জায়গা হয়নি ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া অধিনায়ক ইয়ন মরগানের। জায়গা হয়নি নিউজিল্যান্ডের অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের।

আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে।

আইসিসির দশক সেরা ওয়ানডে দল:রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

টি-টোয়েন্টির দশক সেরা দল:

রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উই:), কিয়েরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

টেস্টের দশক সেরা দল:

অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমারা সাঙ্গাকারা (উই:), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

/এইচ. এ/

Similar Articles

Advertismentspot_img

Most Popular