নিউজ ডেস্ক:
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তারা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন করায় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে ধন্যবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা সক্ষম।
তারা বলেন, এই নির্বাচনের পথ ধরেই আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে নির্বাচন কমিশনের এই স্বাধীন ভূমিকা জাতির কাম্য।
এতে তারা বলেন, যারা নির্বাচন কালীন সরকার বিষয়ে নানা ধরনের মত দিচ্ছেন, এই নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন ভালভাবে হতে পারে।
তারা আরো বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন সম্পর্কে বিএনপি ক্ষীণস্বরে যে নেতিবাচক মন্তব্য করছে তা পরাজিতের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।