নিউজ ডেস্ক:
এবারের আইপিএলে লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচের পর কোয়ালিফায়ার ওয়ানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্ট। আজ ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই কোয়ালিফায়ার ওয়ানে হারের প্রতিশোধের পাশাপাশি তৃতীয় আইপিএল শিরোপা ঘরে তুলে চায়। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এদিন, আইপিএলে সপ্তমবারের মতো ফাইনালে খেলতে নামবেন পুণের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অভিজ্ঞতার উপর ভরসা করছেন স্মিথ। এছাড়া বেন স্টোকস, ইমরান তাহিরের মতো তারকারাও আছেন। তার ফলেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে পুণে।
মুম্বাইয়ের দলেও অবশ্য তারকার অভাব নেই। অধিনায়ক রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হরভজন সিংহ ও অম্বাতি রায়াডু ২০১৩ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। তাঁরা এবারও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে তৈরি। লেন্ডন সিমন্স, মিচেল ম্যাকক্লেনাঘান, নীতিশ রানা, লসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ডেরাও দলের ভরসা। ফলে জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।