নিউজ ডেস্ক:
‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।
লক্ষ্য ছিল ২১৭ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচিত হচ্ছেন বেশ। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে।
ম্যাচ হারের পর শেষ ওভারে ধোনির তিন ছক্কা নিয়ে কথা বলার কিছু দেখছেন না গম্ভীর। তার ভাষায়, ‘আপনি শেষ ওভারে তার তিন ছক্কা নিয়ে বলতে পারেন। কিন্তু সত্যি বললে এটা কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান। দেখুন, অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না।