আইজিপি পদক পাচ্ছেন ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান

0
35

রিপোর্ট : ইমাম বিমান

আসন্ন “পুলিশ সপ্তাহ ২০১৮” উপলক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি পদক পেতে মনোনিত হয়েছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান

জেলা পুলিশের সুত্রমতে জানাযায়,, উত্তম ও প্রশংসামুলক কাজের স্বীকৃতি স্বরুপ এ বছর পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে আইজিপি পদক পেতে মনোনিত হয়েছেন পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান আসন্ন “পুলিশ সপ্তাহ ২০১৮”তে আগামী ১০ জানুয়ারী ২০১৮ “শীল্ড প্যারেড বিতারন” অনুষ্ঠানে রাজারবাগ প্যারেড গ্রউন্ডে তিনি “ IGP,S Exemplary Good services Badge ”  বাংলাদেশ পুলিশের ইনসপেক্টার জেনারেল অব পুলিশ (আই জি পি) একেএম শহিদুল হক ( পিপিএম,বিপিএম পদক প্রাপ্ত ) এর নিকট থেকে “আইজিপি পদক” গ্রহন করবেন

উল্লেখ্য ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান ঝালকাঠি জেলায় যোগদান করার পর থেকেই জঙ্গী, মাদক ও অপরাধ দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন