বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আইএস দমনে মিশরে ৯০ দিনের জরুরি অবস্থা !

নিউজ ডেস্ক:

আইএস হামলায় রক্তাক্ত মিশর। সে দেশে জারি করা হয়েছে জরুরি পরিস্থিতি। আগামি তিন মাস অর্থাৎ ৯০ দিন এই অবস্থা জারি থাকবে৷ এমনটাই ঘোষণা করেছেন মিশেরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি। এক বিবৃতিতে তিনি জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন। প্রেসিডেন্টের নির্দেশের পরই বিশেষ জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে দেশটিতে। ইতোমধ্যেই এই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট।

রবিবার খ্রিষ্টান ধর্মীয় দিবস পালনের মুহূর্তে জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হয় মিশর। দেশের তানতা ও আলেকজান্দ্রিয়ায় দুটি চার্চে নাশকতা হয়েছে। হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। মিশরে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল৷

সোমবার বেদনাতুর দিন দেখছে মিশর। রাজধানী কায়রোতে জারি হয়েছে বিশেষ নিরাপত্তা। আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র মিশর৷ বিভিন্ন দেশ থেকে মিশরে আসনে অনেক পর্যটক। ভিনদেশী পর্যটকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার। পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্ট আল সিসি দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। তার পরেই জারি হয়েছে তিন মাসের জরুরি অবস্থা। জঙ্গি হামলয় জড়িত থাকার সন্দেহে শুরু হয়েছে ধরপাকড়। এমনই দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular