আইএস অস্ত্রভাণ্ডারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা !

0
24

নিউজ ডেস্ক:

অতর্কিতে সিরিয়ায় আইএস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ভূমধ্যসাগরে মোতায়েন দুই রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল এসেন ও অ্যাডমিরাল গ্রিগোরোভিচ এবং ডুবোজাহাজ ক্রাসনোডার থেকে ছ’‌টি কালিব্রু ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। শুক্রবার চালানো এই হামলার সত্যতা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়।

জানা গেছে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্ত থেকে এই হামলায় সিরিয়ার হামা এলাকায় আইএসের অস্ত্রভাণ্ডার এবং নির্দেশ সেন্টারের বিপুল ক্ষতি করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তুরস্ক এবং ইজরায়েলের সেনার থেকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়।

এদকে রবিবার সিরিয়ার যু্দ্ধবিমান গুলি করে নামায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনায় বেজায় চটেছে মস্কো। আগে থেকে না জানানোর অভিযোগে ওয়াশিংটনের সঙ্গে সব কমিউনিকেশন চ্যানেল সোমবার থেকে মস্কো বাতিল করে দেয়।

রুশ ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত আইএসকে নির্মূল করতে বিমান হানাও চালানো হয়। আইএস এখন তাদের ক্ষমতা রাকা শহর থেকে পালমাইরায় সরাতে চাইছে। রাতের অন্ধকারে তারা হামা প্রদেশের পালমাইরায় চলে আসছে। ৩১ মে তাই হামায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয় মস্কো।

সূত্রঃ ডেইলি মেইল