আঁচিল দেখতে অস্বাভাবিক হলে সতর্ক হওয়া জরুরি !

0
33

নিউজ ডেস্ক:

প্রতিবছর প্রায় এক লাখ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি।
শুরুতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোন উপায় থাকে না।

মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা।

ভাল-খারাপ আঁচিল চেনার উপায়
১. আঁচিল অসম আকৃতির হলে, এবং অর্ধেকটা একরকম এবং অপর অর্ধেকটা অন্যরকম হলে সতর্ক হওয়া জরুরি।

২. আঁচিলগুলির বহির্ভাগ অসম হলে, ছুঁচলো অংশ থাকলে কিংবা তা খুব খারাপ অবস্থায় থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. আঁচিলের বিভিন্ন অংশের রং বিভিন্ন রকমের হলে, অর্থাৎ কোন অংশের রং খয়েরি কিংবা কোনও অংশের রং কালো হলে সতর্ক হওয়া জরুরি।

৪. আঁচিলের আকৃতি যদি সাত মিমির বেশি হয় তাহলে চিকিৎসেকর পরামর্শ নিন।

৫. আঁচিলের আকার, আকৃতি কিংবা রং-এর পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি।

ত্বকের ক্যানসার থেকে বাঁচারও উপায় আছে-

১. প্রখর রোদ থেকে দূরে থাকতে গেলে সেডের নিচে থাকতে হবে কিংবা ছাতা ব্যবহার করতে হবে।

২. প্রখর রোদে ফুল জামা-কাপড় পরে বেরনোই ভাল।

৩. সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি, সানল্যাম্প ও সানবেড এড়িয়ে যাওয়াই ভাল তবে সবচেয়ে ভাল উপায় হল, সন্দেহ হলেই চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া।