বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অ্যাশেজ সিরিজে দলে ফিরছেন মঈন !

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে উঠেছেন মঈন আলী। সাইড স্ট্রেইন ইনজুরিতে এতদিন বেশ ভুগছিলেন ইংলিশ এ অলরাউন্ডার।

নিজের ফিটনেস নিয়ে সোমবার মঈন বলেন, ‘আমি ভালো আছি। আমার সাইড স্ট্রেইনে কিছুটা সমস্যা ছিল। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাটা হতাশার ছিল। তবে আমি মনে করি খেলার জন্য আমি এখন প্রস্তুত রয়েছি। মাঠে নামার জন্য দেরি সইছে না আমার। ’

আগামী ২৩ নভেম্বর পাঁচ ম্যাচ অ্যাশেজের প্রথমটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। মূলপর্বের লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ায় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দু’দল। তবে চোটের কারণে প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মঈন। খেলার জন্য প্রস্তুত হওয়ায় বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন মঈন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular