বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অ্যাশেজ শুরুর আগেই অজিদের সতর্ক করলেন সাবেক পেসার মিচেল জনসন !

নিউজ ডেস্ক:

নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে অ্যাশেজ। অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার মিচেল জনসন অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে স্টিভ স্মিথদের সতর্ক করে দিলেন। তিনি তার সতর্কবার্তায় স্টিভ স্মিথদের ইংল্যান্ডকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে বলেই জানালেন।

টেস্ট ক্রিকেটে ৩০০-এরও বেশি উইকেটের মালিক জনসন বলেন, বেন স্টোকসকে ছাড়াই অ্যাশেজ জেতার ক্ষমতা রাখে ইংল্যান্ড। তাই স্টোকস হীন ইংল্যান্ডকে হালকাভাবে নিলে যে ডুবতে হবে অস্ট্রেলিয়াকে।

জনসন আরও বলেন, এই পর্যায়ের ক্রিকেটে যে কোনও কিছুই হতে পারে। তাই স্টোকস নেই বলে ইংল্যান্ডকে উপেক্ষা করছে যারা তাদের দলে আমি নেই। স্মিথদের মাথায় রাখা উচিত স্টোকস না খেললেও সিরিজ জয় কিন্তু মোটেই সহজ হবে না। স্টোকসকে ছাড়াও জেতার ক্ষমতা রাখে ইংল্যান্ড। বিপক্ষকে তাই হালকাভাবে নিলে অস্ট্রেলিয়াকে ভুগতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular