অ্যামাজনের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার কর্মীর মামলা !

0
26

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটিরই একজন ট্রান্সজেন্ডার নারী ও তার স্বামী।

সম্প্রতি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যামাজনের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গুদামে কাজ করার সময় হয়রানির শিকার ও শারীরিক হুমকির মুখোমুখি হয়েছেন তিনি।

কেন্টাকি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ওই নারী অভিযোগ করেন, অ্যামাজনের গুদামে কাজ করার সময় সহকর্মীদের মাধ্যমে নানা ধরনের বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। বিষয়টি ওই গুদামের সুপারভাইজারকে একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি অ্যামাজনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি কর্মীদের কেউ একজন একবার তাদের গাড়ির ব্রেক কেটে দিয়েছিল।

বিষয়টি ঘিরে অ্যামাজনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ট্রান্সজেন্ডার লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের নির্বাহী পরিচালক জিলিয়ান উইস বলেন, বিষয়টি নিয়ে আমরা অ্যামাজনের সঙ্গে কথা বলেছি। ট্রান্সজেন্ডার দম্পতির সঙ্গে কেন এমন ঘটনা ঘটেছে, তা পর্যালোচনা করে দেখার অনুরোধ করা হয়েছে।

অভিযোগকারী ট্রান্সজেন্ডার ওই নারীর দাবি, কর্মস্থানে জেন্ডারবৈষম্য রোধে ফেডারেল ও কেন্টাকির যে আইন তা ভঙ্গ করেছে অ্যামাজন।