শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

অ্যাড. পল্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন সাংস্কৃতিক কর্মীরা

মেহেরপুরপ্রতিনিধি: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা। গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, সুজনের সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, লোক গবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ প্রশাসন বার বার দাবি করছে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা বাহীনির অবস্থা ভাল। কিন্তু জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পল্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ১৪ দিন পেরিয়ে গেলেও এর সাথে জড়িত এখন কাউকেই গ্রেফতার করতে পারিনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন বক্তরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular