অ্যাকাউন্টে ৯৯৯ কোটি রুপি জেনেই জ্ঞান হারালেন তিনি!

0
52

নিউজ ডেস্ক:

ভারতের শিলিগুড়ির রাজারাম যাদব নামে এক স্বর্ণ ব্যবসায়ীর অ্যাকাউন্টে মিলল ৯৯৯ কোটি রুপি। গত শুক্রবার রাতে এটিএম থেকে রুপি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।

অ্যাকাউন্টে কত রুপি আছে, তা জানতে গিয়ে তিনি ব্যালান্স চেক করলে দেখেন তার অ্যাকাউন্টে জমা আছে ৯৯৯ কোটি রুপি। নিজের এতো বড় অঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে এটিএমের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।স্বাভাবিকভাবেই পুরো ঘটনার সত্যতা সম্পর্কে খুব একটা নিশ্চিত ছিলেন না শিলিগুড়ি বিধান মার্কেটের এই স্বর্ণ ব্যবসায়ী। আর তাই পরের দিন তিনি এটিএমে গিয়ে আবারও নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন। কিন্তু আবারও নিজের অ্যাকাউন্টে ৯৯৯ কোটি রুপি দেখেন। আর এরপরেই দেশটির পুলিশের কাছে যান ওই ব্যবসায়ী।

ব্যাঙ্কের অ্যাকাউন্টটি তার এবং তার স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট বলেও জানিয়েছেন তিনি। দেশটির ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হান্দলি ব্রাঞ্চে তার এই অ্যাকাউন্টটি রয়েছে। আর সেই অ্যাকাউন্টেই কয়েকশো কোটি রুপি দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি।