শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

অস্ত্রবিরতির জন্য শর্তারোপ আজারবাইজান নেতার

নিউজ ডেস্ক:

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ অস্ত্ররিরতির জন্য কিছু শর্ত আরোপ করেছেন।
এসব শর্ত আর্মেনীয় নেতার পক্ষে মেনে নেয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
জাতির উদ্দেশ্যে দেয়া অগ্নিগর্ভ ভাষণে রোববার আলিইয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে।
তিনি আর্মেনীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরেভানকে আজারবাইজানের আঞ্চলিক অখন্ডতার কথা স্বীকার করতে হবে। আজারবাইজানের জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এবং যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মের্নিয়ার অংশ নয় বলে তাকে স্বীকার করতে হবে।
আলিইয়েভ আরো বলেন, নাগরনো-কারাবাখ আমাদের ভূমি। আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনি তা করছি।
তিনি বলেন, এটিই শেষ। আমরা তাদের দেখিয়েছি আমরা কি। আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি।
উল্লেখ্য, নাগরনো-কারাবাখ নিয়ে উভয় দেশের মধ্যে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষ চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular