বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে নেই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে নেই বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকবেন কিনা সেটা সময়ই বলে দেবে।

তবে এই সুযোগে আপাতত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাবেন মাহমুদুল্লাহ। সাকিব আল হাসান চলে আসায় জ্যামাইকা তালাওয়াসের একজন অলরাউন্ডারের শূন্যতা দেখা দিয়েছে। নিশ্চিত না হওয়া গেলেও সাকিবের জায়গায়ই এবার মাহমুদুল্লাহ অন্তর্ভূক্তি বলে ধারণা করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদুল্লাহ। বিমানে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাইগার এই অলরান্ডার জানান, ‘ক্যারিবিয়ান দীপপুঞ্জের পথে-সিপিএল। ” এতে কারও বুঝতে অসুবিধা নেই, অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে তিনি সিপিএল মাতাবেন।

মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার, যিদি সিপিএলে অংশ নিচ্ছেন। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া লিগে। যদিও মিরাজকে কোনো ম্যাচ না খেলেই টেস্ট সিরিজের অংশ নেওয়ার জন্য দেশে ফিরে আসতে হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular