অস্ট্রেলিয়ান ওপেন থেকে মারের বিদায় !

0
38

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার স্বপ্ন অধরাই থেকে গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড় এন্ডি মারের। রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে মিশা জেভরেভের কাছে পরাজিত হয়ে বিদায় নেন মারে।

জার্মান জেভরেভ এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে জয়ী হয়েছেন। পুরো ম্যাচে আটবার মারের বিপক্ষে ব্রেক পেয়েছেন জেভরেভ। কোয়ার্টার ফাইনালে জেভরেভের প্রতিপক্ষ রজার ফেদেরার কিংবা কেই নিশিকোরির মধ্যে বিজয়ী খেলোয়াড়।

এর আগে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ১১৭তম খেলোয়াড় ডেনিস ইস্তোমিনের কাছে পরাজিত হয়ে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ বিদায় নেবার পরে আশা ছিল মারে কিছু করে দেখাবেন। বিশেষ করে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্নে বিভোর ছিলেন উইম্বলডন ও অলিম্পিক বিজয়ী মারে। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল।