শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

অস্ট্রেলিয়ায় বুয়েট অ্যালামনাই এর বার্ষিক সাধারণ সভা

বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া সিডনির ব্যাংকসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা ও গালা নাইটের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের এই অনুষ্ঠানে সিডনি সহ অন্যান্য শহর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এর প্রাক্তন প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত শনিবার সন্ধ্যায় শুরুতেই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইয়ামিন রাজীব নির্বাচিত হন। সভায় বিদায়ী কমিটির সভাপতি নিশাত সিদ্দিকী বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল গত দুই বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন এবং কোষাধ্যক্ষ মাশফিকুর রহমান সংগঠনের আর্থিক বিবরণী প্রদান করেন।

বিনোদন শিল্পী শিশুদের জন্য মুখে রং করা ও বেলুনের খেলনা বানিয়ে আনন্দ দেন। বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি এবং স্পনসররা উপস্থিত ছিলেন।

গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল ক্রোড়পত্র প্রকাশ। এছাড়াও ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বুয়েট এর সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে বুয়েট লোগো সম্বলিত উত্তরীয় উপহার দেওয়া হয়।

গালা নাইটের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটিকায় বুয়েট এর প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular