বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অস্কার অনুষ্ঠানের সমালোচনার জবাব দিলেন ট্রাম্প !

নিউজ ডেস্ক:

অস্কারের অনুষ্ঠানে না থেকেও কটাক্ষে-সমালোচনায় ঘুরেফিরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। এবার তার পাল্টা জবাব দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে নিয়ে অবসেশনে ভুগছে হলিউড। মন নেই অনুষ্ঠান সুচারু-সুন্দরভাবে করায়। সে কারণেই অস্কার-মঞ্চে এত বিতর্ক।

মূলত সেরা ছবির নাম ঘোষণা ঘিরে হওয়া ভুলই এখানে টার্গেট ট্রাম্পের।

ট্রাম্প আরও বলেন, সেরা ছবি হিসাবে লা লা ল্যান্ডের নাম ঘোষণা হলেও, পরক্ষণেই দেখা যায় তা ভুল। এরপর নাম ঘোষণা হয় মুনলাইটের। এই গোটা বিভ্রান্তি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ, অস্কার উদ্যোক্তারা বড্ড বেশি মন দিয়ে ফেলেছেন রাজনীতিতে। উপেক্ষিত আসল অনুষ্ঠানটিই। তাই এই অবস্থা। অস্কার হারিয়েছে তার গ্ল্যামার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular