বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অস্কারের সেরা ছবি ‘মুনলাইট’

নিউজ ডেস্ক:

৮৯তম অস্কারে সর্বাধিক বিভাগে ‘লা লা ল্যান্ড’ পুরস্কার জিতলেও শেষ চমকটি দিয়েছে ‘মুনলাইট’। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে সেরা ছবি হিসেবে পুরস্কার তুলে নিয়েছে এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স।

ছবিটিতে অভিনয় করে এবারের আসরের প্রথম পুরস্কার তুলে নেন কৃষ্ণাঙ্গ মুসলিম অভিনেতা মাহেরশালা আলি। ‘মুনলাইট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেন তিনি।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও সেরা মোশন পিকচার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল ‘মুনলাইট’ ছবিটি। এ ছবির জন্য সেরা ছবির পাশাপাশি অস্কারে সেরা পরিচালকের ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিলেন ব্যারি জেনকিন্স। কিন্তু ‘লা লা ল্যান্ড’র তরুণ পরিচালক ড্যামিয়েন চ্যাজেলের কাছে শেষ পর্যন্ত হেরে যান।  ৮৯তম অস্কারে সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার জিতেছে ‘মুনলাইট’ ছবিটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular