অর্ধনগ্ন ছবি পোস্ট করায় গ্রেফতার বডি বিল্ডার !

0
51

নিউজ ডেস্ক:

তার দোষ ছিল একটাই। নিজের খোলামেলা ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছিলেন। আর সেই অপরাধে রীতিমতো গ্রেফতার করা হলো তাকে। সৌদি আরবের এক মহিলা বডি বিল্ডারকে গ্রেফতার করার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।

জানা যায়, ওই আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিজের খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। আর তারই শাস্তি হিসাবে গ্রেফতার করা হয় তাকে। ইসলাম বিরোধী কাজ করার অপরাধে তার থেকে জরিমানা চাওয়া হয় বলে খবর।

ইসলাম মতে হিজাব না পরা বা যে কোনো অঙ্গ প্রদর্শনকারী পোশাক পরিধানই নগ্নতার সমান। আর তাই নগ্নতার অপরাধেই গ্রেফতার করা হয় নারী খেলোয়াড়কে।