বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অর্ধকোটির মাইলফলক স্পর্শ করলো ‘কন্যা রে’ !

নিউজ ডেস্ক:

এ প্রজন্মের কন্ঠশিল্পী শান-এর ‘কন্যা রে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। ‘কন্যা রে’ গানটির গীতিকার ও সুরকার ছিলেন এমআর খান ও সঙ্গীত পরিচালনায় ছিলেন রোকন ইমন। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গত ২৭ এপ্রিল গানটি প্রকাশিত হওয়ার পর মাত্র তিন মাসেই গানটি জয় করে ৫০ লক্ষেরও বেশি দর্শক-শ্রোতার মন নিয়েছে ।

এ প্রসঙ্গে শান বলেন, আল্লাহর অশেষ রহমতে কন্যা রে গানটি অল্প কয়েক দিনেই অর্ধকোটির ঘরে পৌঁছাল। কন্যা রে গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও তাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ বলেন, কোনো গান অর্ধকোটি বার দেখার ব্যাপারটা সত্যি অনেক বড় একটা ঘটনা। আমি আশা করছি খুব তাড়াতাড়ি গানটি কোটি অথবা কোটির বেশি দেখার মাইলফলক স্পর্শ করবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular