বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অর্থবছর পরিবর্তনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী !

নিউজ ডেস্ক:

প্রচলিত অর্থবছরের হিসাব (জুলাই থেকে জুন) পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরে করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ দফতরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এর আগে অর্থবছর এপ্রিল থেকে মার্চ করার জন্য একটি প্রস্তাব এসেছিল। কিন্তু এখন কেউ কেউ অর্থবছরের হিসাব জুলাই থেকে জুনের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বরে করার জন্য প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে আমরা একটি পাবলিক বিতর্কেও যেতে পারি।

সবাইকে আর্থিক বছর পরিবর্তনের বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানান তিনি।

এর আগে, অর্থনীতিবিদগণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে জুলাই-জুনের পরিবর্তে অর্থবছর এপ্রিল থেকে মার্চ অথবা জানুয়ারি-ডিসেম্বর করার জন্য আহ্বান জানিয়েছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular