ভারতীয় চলচ্চিত্র জগতের শাহেনশাহ্ অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। পুত্রবধূকে পুত্রের চেয়েও বেশি ভালোবাসেন অমিতাভ বচ্চন এর প্রমাণ বার বার দেন অমিতাভ।
অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদের জেরে চটেছিলেন অমিতাভ। সেই পুরোনো বিষয়টি নিয়েই নতুন করে এখন অনুরাগীদের মাঝে আলোচনা।
২০১০ সালের সেই প্রতিবেদনে উঠে আসে, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। যার ফলে মা হতে পারবেন না ঐশ্বরিয়া! আর এমন খবরে রেগে যান অমিতাভ বচ্চন। কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তারকা।
এদিকে তখন ব্লগ লিখতেন অমিতাভ। সেখানেই এই ঘটনা তুলে শাহেনশাহ লিখেছিলেন, ‘খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।’ এখানেই থামেননি শাহেনশাহ। স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে, তিনি ছেড়ে কথা বলবেন না।
বেশ কিছু দিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি নিজেই। কিছু দিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের অনুরাগীরা।
জানা গেছে, পুত্র অভিষেক বচ্চনের নামে বিভিন্ন কটাক্ষ বুক পেতে সহ্য করেন বাবা অমিতাভ। তবে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য কিছুতেই সহ্য করেন না তিনি।