বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অমিতাভের ওপর অসন্তুষ্ট ধর্মেন্দ্র !

নিউজ ডেস্ক:

বলিউডের অন্যতন সফল ছবি ‘শোলে’-এর জয়-বীরুর বন্ধুত্বের কথা সবারই মনে আছে। তবে, পর্দার সেই জয়-বীরু তথা অমিতাভ-ধর্মেন্দ্র জুটির উষ্ণতা বাস্তবে ঠিক কতটা সেই প্রশ্ন কিন্তু উঠেছে একাধিকবার।

এতদিন ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যেত, অমিতাভ এবং ধর্মেন্দ্রর সম্পর্কে চিড় ধরেছে। কোনও এক অজানা কারণে অমিতাভের ওপর বেশ অসন্তুষ্ট ধর্মেন্দ্র। এই খবরটা যে আসলেই সত্যি, তারই জানান দিল ধর্মেন্দ্রর এক বিস্ফোরক মন্তব্য।

জানা গেছে, ধর্মেন্দ্র নাকি ‘শোলে’তে অমিতাভকে কাস্ট করার জন্য পরিচালক এবং প্রযোজকদের কাছে তার নাম সুপারিশ করেছিলেন। তবে এই কথা নাকি আগে একবারের জন্যও বলেননি বিগ বি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘‘অমিতাভ এখন বলে বেড়ান যে, আমি শোলের জন্য তার নাম সুপারিশ করেছিলাম। এখন তার এমন মন্তব্য শুনে সবাই তাকে উদার বলবেন। কিন্তু আমাকে উদার বলবে না। কেন না, যে উচ্চতায় তিনি এখন আছেন।
সেটাই স্বাভাবিক। ’’

এখানেই শেষ নয়, এখন ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি ‘সব্জি বাজার’ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন ধর্মেন্দ্র। তার মতে, এখনকার অভিনেতারা টাকার জন্য নাচ-গান, সব করতে পারে। এমনকী তেল ম্যাসাজও বাদ যায় না।

শেষের মন্তব্যটিতে নির্দিষ্ট কোনও অভিনেতার নাম করেননি তিনি। তবে মাথা ঠান্ডা রাখার তেলের একটি বিজ্ঞাপনে অমিতাভকে এক অভিনেতার মাথায় ম্যাসাজ করতে দেখা গেছে। আর ‘তেল ম্যাসাজ’-এর খোঁচাটি অমিতাভকে উদ্দেশ্য করেই নাকি দিয়েছেন ধর্মেন্দ্র।

Similar Articles

Advertismentspot_img

Most Popular