অভিযুক্ত স্বপনকে হারদী ও রেখাকে দামুড়হুদায় বদলী

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক কর্তৃক সিনিয়র স্টাফ নার্সকে মারধরের ঘটনায় অভিযুক্ত চালক স্বপন ও ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে বদলী করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে বিচারকার্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবিরের অফিসে তার উপস্থিতিতেই চেয়ার ছুড়ে অভিযুক্ত স্বপনকে মারার অভিযোগে সিনিয়র স্টাফ নার্স রেখাকেও অভিযুক্ত করে বদলী করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১১টার দিকে সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে এ ঘটনার বিচারকার্য অনুষ্ঠিত হয়। এসময় উভয়পক্ষের বক্তব্য শুনে মাননীয় এমপি ছেলুন জোয়ার্দ্দার দু’জনকে বদলীর রায় দিলে সবার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ কার্যকর করা হয়। এতে অভিযুক্ত চালক স্বপনকে আলমডাঙ্গা হারদীতে ও সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবীর, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ রোকেয়াসহ হাসপাতালে সকল চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে মারপিটের অভিযোগ ওঠে একই হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক স্বপনের বিরুদ্ধে। পরে আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কক্ষে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত স্বপনকে চেয়ার ছুড়ে মারেন নার্স সাবিনা ইয়াসমিন। ফলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিভিল সার্জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আজ বিচারের জন্য বসবেন বলে জানান।