জীবননগরে মদসহ যুবক আটকের ঘটনায় বিজিবির মামলা
নিউজ ডেস্ক:জীবননগর শহরের দত্তনগর সড়ক থেকে মদ, মোটরসাইকেলসহ এক যুবক আটকের ঘটনায় বিজিবির মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে সীমান্ত ইউপি সদস্য আব্দুল আলিমকে। গত রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে এ মামলার অপর আসামি জীবননগর খয়েরহুদার মৃত শরীফ উদ্দীনের ছেলে যুবলীগের নেতা জুয়েল (৩৫) এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। জীবননগর শহরের দত্তনগর সড়ক থেকে মদ, মোটরসাইকেলসহ এক যুবক আটকের ঘটনায় বিজিবির মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে সীমান্ত ইউপি সদস্য আব্দুল আলিমকে। গত রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে এ মামলার অপর আসামি জীবননগর খয়েরহুদার মৃত শরীফ উদ্দীনের ছেলে যুবলীগের নেতা জুয়েল (৩৫) এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জীবননগর শহরের দত্তনগর সড়ক থেকে দুই বোতল মদ, একটি মোটরসাইকেলসহ জীবননগর তেঁতুলিয়ার মৃত সোহরাব উদ্দীনের ছেলে আশিকুর রহমান আশিককে (২৫) আটক করে খালিশপুর-৫৮ বিজিবির জীবননগর বিশেষ ক্যাম্পের একটি দল। এ সময় বিজিবির ধাওয়ায় পালিয়ে যান সীমান্ত ইউপি সদস্য আব্দুল আলিম ও যুবলীগের নেতা জুয়েল। পরে আটক হওয়া আশিককে জীবননগর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন বিজিবির নায়েব সুবেদার নাজমুল হক। বেশ কয়েক দিন পলাতক থাকার পর গত রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন আব্দুল আলিম মেম্বার।