বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অভিনেত্রীর চেয়ে মা হওয়া কঠিন: কাজল !

নিউজ ডেস্ক:

অভিনেত্রী হওয়ার চেয়ে মা হওয়া অনেক বেশি কঠিন বলে মনে করেন বলিউড অভিনেত্রী কাজল। তার মতে, মা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়া সহজ। মা হওয়া কঠিন। কারণ, এটি সারা দিনের কাজ। একজন মাকে মানসিকভাবে প্রতিটি মুহূর্তে তার সন্তানের সঙ্গে থাকতে হয়।

এই অভিনেত্রীর মতে, কোনো মানুষ দিনে ২৪ ঘণ্টা অভিনয়শিল্পীর দায়িত্ব পালন করেন না, কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করতে হয় প্রতি মুহূর্তেই। সন্তানদের কাছ থেকে নতুন নতুন জিনিস শেখা যায়। এমনকি ওদের পড়াতে গিয়েও অনেক নতুন কিছু জানা যায়।

তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের সংসারে দুই সন্তান। মেয়ে নাইসা ও ছেলে যুগ। মেয়ে বড় হয়ে মা-বাবার মতো অভিনয় করতে চায় কি না জানতে চাইলে কাজল বলেন, ‘নাইসা এসব বিষয় নিয়ে ভাবার জন্য এখনো অনেক ছোট। ওর বয়স মাত্র ১৩। সে এখন স্কুলের হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার বয়সটা পার করছে। অভিনয় এখন ওর মাথাতেই নেই। -হিন্দুস্তান টাইমস

Similar Articles

Advertismentspot_img

Most Popular