নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে খুলনা ও মোংলা সমুদ্র বন্দর এলাকায়। সোমবার ভোর থেকে কখনো হালকা কখনো মাঝারি, আবার কখনো দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত ও নদী বন্দরকে ২নং হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা মহানগরীতে। অবিরাম এই বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এতে ঈদ মার্কেটের কেনাকাটায় ভাটা পড়েছে মানুষের। অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সব ধরণের পথচারীদের।
একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানান, অবিরাম বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যে কারণে কোন ক্রেতা নেই। যারা বের হয়েছেন তারা যানবাহন সঙ্কট ও বৃষ্টির পানিতে পড়ছেন ভোগান্তিতে।