শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

অবাধ যৌনাচারের উৎসব হয় যেখানে !

নিউজ ডেস্ক:

টর্চার গার্ডেন একটি ব্যতিক্রমী ক্লাবের নাম। লন্ডনে প্রতিমাসেই ক্লাবটি আয়োজন ভিন্ন ধর্মী উৎসবের। স্কটল্যান্ডের এডিনবার্গে উৎসবটি বছরে তিন বার আয়োজন করা হয়। এখানে থাকে স্টেজ শো, বিশেষ নৃত্য প্রদর্শনী ও প্লে রুম।

গত ১৬ বছর ধরে জাপান, রাশিয়ার মস্কো, ইতালির নেপলস, রোম ও জার্মানির বার্লিনের উৎসবের আয়োজন করে আসছে।

টর্চার গার্ডেনের আলাদা ড্রেস কোড আছে। এর ওয়েবসাইটে লেখা, আপনি যে পোশাক পরে রাস্তায় বের হতে পারেন না, সেটি এখানে পরতে বাধা নেই। তবে আনুষ্ঠানিক পোশাক বা জিন্স পরে আসা যাবে না। ক্লাবের উৎসবে যারা আসেন তাদের বেশিরভাগেরই গায়ে পোশাক থাকে না। থাকলেও খুব অল্প।

প্রাপ্ত বয়স্কদের এ ক্লাবে আগতদের সবার উদ্দেশ্য অবাধ যৌনতায় মত্ত হওয়া। ক্লাবের পক্ষ থেকে সব আয়োজনই রয়েছে এখানে।

২৬ বছর আগে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। এখানে ব্রিটেনসহ বিশ্বের নামী দামি সেলিব্রেটি ও রিয়েলিটি শোর তারকারা প্রায়ই আসেন। ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ডেভিড উড বলেন, পৃথিবীটাকে আমি আরও সুন্দর করতে চাই না। আমি এটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলতে চাই। আর মাঝে মাঝে বিপজ্জনক কিছু বিষয়ের মধ্য দিয়েও রোমাঞ্চকর অনুভূতি লাভ করা সম্ভব।

সূত্র : দ্য সান

Similar Articles

Advertismentspot_img

Most Popular