বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অবশেষে পিএসজিতেই যোগ দিলেন দানি আলভেস !

নিউজ ডেস্ক:

ইতালীয় ক্লাব জুভেন্টাস ছেড়ে অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইন ফুটবল ক্লাবেই (পিএসজি) যোগ দিলেন ব্রাজিলী তারকা দানি আলভেস।

স্থানীয় সময় বুধবার ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

চুক্তিতে সই করার পর আলভেস বলেন, ‘পিএসজিতে যোগ দিয়ে আমি খুব খুশি। গত কয়েক বছরে আমি এই ক্লাবের দুর্দান্তভাবে বেড়ে ওঠা দেখেছি। ইউরোপীয় ফুটবলে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে তারা।

বার্সেলোনা ছেড়ে গত বছর জুভেন্টাসে যোগ দেন আলভেস। গণমাধ্যমে গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন আলভেস।

বার্সেলোনার হয়ে ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতা আলভেস গত মৌসুমে বুফনদের সঙ্গী হয়ে সেরি আ ও ইতালিয়ান কাপ জিতেন।

সূত্র: গোল ডটকম

Similar Articles

Advertismentspot_img

Most Popular