শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে ৭ দিনে চাঁদপুরে গ্রেফতার ৬৬

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৭ দিনে শনিবার ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ৭২ ঘন্টায় ৩৫ জনকে আটক করা হয়েছে। এছাড় এই অভিযান শুরু থেকে এই পর্যন্ত সর্ব মোট ৬৬ জনকে আটক করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। গত রোববার (৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তাকে এজাহারভুক্ত তিনটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
এছাড়াও গত সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড সিসা কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতি সহ ৫ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রশস্ত্র, ও অন্যান্য যন্ত্রপাতি এবং মেছের সামনে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহিন হলুদ রংয়ের একটি মিনি ট্রাক(নাম্বার- ঢাকা মেট্রো ন: ১২-৫৭৫৬) উদ্ধার করে জব্দ করা হয়।
এছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন, আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরসহ সারাদেশে এ অভিযান আরও জোরদার করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular