অপহৃত দুবাই প্রবাসী উদ্ধার !

0
20

নিউজ ডেস্ক:

অপহৃত দুবাই প্রবাসী নাজমুল ইসলামকে (২৩) রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় সংঘবদ্ধ অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-২ এ তথ্য জানায়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের বি-ব্লক এর ৩১/৬ একটি নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহৃতকে উদ্ধার এবং মো. ফয়সাল আহম্মেদ ও মো. নিশাদকে গ্রেপ্তার করা হয়। একইদিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নাজমুলকে অপহরণ করা হয়। এরপর থেকেই তার স্বজনদের কাছে ৩০ লাখ মুক্তিপণ চেয়ে দাবি করে আসছিল গ্রেপ্তারকৃতরা।