নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহৃত কলেজছাত্র কবির হোসেনকে (২৪) দুই দিন পর গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় এক নারীসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে তাঁকে অপহরণ করা হয়। উদ্ধার কলেজছাত্র কবির হোসেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সঙ্গে মোবাইলে কথা বলার সূত্র ধরে পার্শ¦বর্তী মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মঙ্গলবার বেড়ানোর কথা বলে তিনি কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহৃত কবিরকে উদ্ধার করা হয়। এ সময় ইসমত আরা, কবির ও বাবলু মোল্লাকে আটক করে র্যাব।