1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
অপরাধীর পক্ষাবলম্বন প্রসঙ্গে যা বলছে ইসলাম | Nilkontho
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
অপরাধীর পক্ষাবলম্বন প্রসঙ্গে যা বলছে ইসলাম চাঁদে রেললাইন বসাবে নাসা ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামীর আত্নহত্যা স্বাধীনতার বিরুদ্ধে নয়, ভিনদেশের দাসত্বের বিরুদ্ধে ছিল জামায়াত : নায়েবে আমির আজ থেকে উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, শনিবার ৩ বিভাগে বৃষ্টি হতে পারে চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যার বিরুদ্ধে জাতিসংঘে বাংলাদেশের বিবৃতি চুয়াডাঙ্গার বেলগাছির আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখম, অবস্থা আংশকাজনক জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন গ্রেফতার জাফলংয়ে পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস দেশের দীর্ঘতম রেলসেতুর নাম বদল হচ্ছে, জানুয়ারিতে উদ্বোধন চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান : রিজভী আবাহনীর জালে ৭ গোল বসুন্ধরা কিংসের সব আদালতে নিরাপত্তার নির্দেশ প্রধান বিচারপতির ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত বকুল। তুলে রাখা পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি জান্তাপ্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানালো বাংলাদেশ যুব এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে তামিমের সেঞ্চুরি, ২২৮ রানে থামল বাংলাদেশ

অপরাধীর পক্ষাবলম্বন প্রসঙ্গে যা বলছে ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মানুষ সাধারণত তার আত্মীয়তা, হৃদ্যতা কিংবা কোনো মানবসৃষ্ট আদর্শের টানে অপরাধীরও পক্ষ অবলম্বন করে বসে, যা অপরাধীকে আরো বেপরোয়া করে তোলে। অথচ মহান আল্লাহ তাঁর বান্দাদের এ কাজ করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্য সংবলিত কিতাব নাজিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে উপলব্ধি দিয়েছেন, সে অনুযায়ী মানুষের মধ্যে মীমাংসা করতে পার। আর তুমি খিয়ানতকারীদের পক্ষাবলম্বনকারী হয়ো না।’ (সুরা : নিসা, আয়াত : ১০৫)

এ আয়াতগুলো যদিও সাধারণ পথনির্দেশ সংবলিত, কিন্তু নাজিল হয়েছে বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে। বনু উবায়রিকের বিশর নামের এক ব্যক্তি, যে বাহ্যিকভাবে মুসলিম ছিল, রিফাআ নামের এক সাহাবির ঘর থেকে কিছু খাদ্যশস্য ও হাতিয়ার চুরি করে নিয়ে যায়। আর নেওয়ার সময় সে এই চালাকি করে যে খাদ্যশস্য যে বস্তায় ছিল তার মুখ কিছুটা আলগা করে রাখে। ফলে রাস্তায় অল্প অল্প গম পড়তে থাকে।

এভাবে যখন এক ইহুদির বাড়ির দরজায় পৌঁছে তখন সে বস্তার মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয়। পরে আবার চোরাই হাতিয়ারও সেই ইহুদির বাড়িতে রেখে আসে, অতঃপর যখন অনুসন্ধান করা হলো, তখন একে তো ইহুদির বাড়ি পর্যন্ত খাদ্যশস্য পড়ে থাকতে দেখা গেল। দ্বিতীয়ত, হাতিয়ারও তার বাড়িতেই পাওয়া গেল। তাই প্রথম দিকে নবী (সা.)-এর খেয়াল এ দিকেই গেল যে সেই ইহুদিই চুরি করেছে।

ইহুদিকে জিজ্ঞেস করা হলে সে বলল, হাতিয়ার তো বিশর নামের এক ব্যক্তি আমার কাছে রেখে গেছে। কিন্তু সে যেহেতু এর সপক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ পেশ করতে পারছিল না, তাই তাঁর ধারণা হলো সে নিজের জান বাঁচানোর জন্যই বিশরের নাম নিচ্ছে। অন্যদিকে বিশরের খান্দান বনু উবায়রিকের লোকজনও বিশরের পক্ষাবলম্বন করল এবং তারা জোর দিয়ে বলল, বিশরের নয়, বরং ওই ইহুদিরই শাস্তি হওয়া উচিত। এ পরিস্থিতিতেই এই আয়াত নাজিল হয় এবং এর মাধ্যমে বিশরের ধোঁকাবাজির মুখোশ খুলে দেওয়া হয়। আর ইহুদিকে সম্পূর্ণ নিরপরাধ সাব্যস্ত করা হয়।

বিশর যখন জানতে পারল গুমর ফাঁস হয়ে গেছে, তখন সে পালিয়ে মক্কায় চলে গেল এবং কাফিরদের সঙ্গে মিলিত হয়। সেখানেই কাফিররূপে অত্যন্ত ঘৃণিত অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ আয়াতগুলোর দ্বারা একদিকে তো নবী (সা.)-এর সামনে ঘটনার প্রকৃত অবস্থা উন্মোচন করে দেওয়া হয়। সেই সঙ্গে মামলা-মোকদ্দমায় ফায়সালা দানের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি বাতলে দেওয়া হয়। যার মধ্যে অন্যতম হলো যদি কারো অপরাধী হওয়ার ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তার পক্ষাবলম্বনের কোনো সুযোগ নেই। অপরাধী বা খিয়ানতকারী যেই হোক, তার পক্ষ অবলম্বন করা যাবে না।

পবিত্র কোরআনে মহান আল্লাহ আরও বলেছেন, ‘এবং যারা নিজেদের সঙ্গেই খিয়ানত করে তুমি তাদের পক্ষে বাগবিতণ্ডা করো না। আল্লাহ কোনো খিয়ানতকারী পাপিষ্ঠকে পছন্দ করেন না।’ (সুরা : নিসা, আয়াত : ১০৭)

এ জন্যই নবীজি (সা.) বিচারিক কাজের ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে অন্য কিছুকে প্রাধান্য দিতেন না। তাঁর মানসিকতা এমন ছিল যে যদি তাঁর কোনো নিকটাত্মীয়ও দোষী সাব্যস্ত হয়, তবে তার ওপরও শরয়ি শাস্তি প্রয়োগ করতে তিনি পিছপা হবেন না।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, মাখযুম গোত্রের এক চোর নারীর ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তিদের অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল। এ অবস্থায় তারা বলাবলি করতে লাগল এ ব্যাপারে আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে কে আলাপ করতে পারে? তারা বলল, একমাত্র রাসুল (সা.)-এর প্রিয়তম উসামা বিন যায়িদ (রা.) এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন। উসামা নবী (সা.)-এর সঙ্গে কথা বললেন। নবী (সা.) বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারিণীর সাজা মওকুফের সুপারিশ করছ? অতঃপর নবী (সা.) দাঁড়িয়ে খুতবায় বললেন, ‘তোমাদের পূর্বের জাতিগুলোকে এ কাজই ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত, তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত, তখন তার ওপর হদ জারি করত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদ (সা.)-এর কন্যা ফাতিমা চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম।’ (বুখারি, হাদিস : ৩৪৭৫)

মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তাওফিক দান করুন। আমিন।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৭
  • ৬:২৬

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০