নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানোর একদিন পর গতকাল রবিবার বিকালে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।
এর আগে,গত শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরই প্রতিবাদের রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিল বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন।