বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অন্তর্বাস ছাড়াই স্বচ্ছ পোশাকে অনুষ্ঠানে অভিনেত্রী !

নিউজ ডেস্ক:

অভিনয়ের প্রয়োজনে ক্যামেরার সামনে শরীর প্রদর্শন কমবেশি সব অভিনেত্রীকেই করতে হয়। তবে কোনো কোনো অভিনেত্রী স্বেচ্ছায় নিজের শরীরকে মেলে ধরেন একেবারে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে। অধিকাংশ সময়েই তাদের এমন কাজের পেছনে কারণ হয় আলোচনার কেন্দ্রে আসার ইচ্ছা। কারোর বা ফ্যাশান সেন্সটাই এমন।

সম্প্রতি অতিরিক্তি খোলামেলা পোশাক পরে আলোচনার ঝড় তুলেছেন ইংল্যান্ডের টিভি পার্সোনালিটি মার্নি সিম্পসন।কয়েকদিন আগে লন্ডনে আয়োজিত ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন মার্নিও। মেক-আপ বা হেয়ারডু-তে কোনো খামতি ছিল না তার। কিন্তু যে পোশাকে তিনি হাজির হয়েছিলেন, তা দেখে চোখ কপালে ওঠে সকলের।

দেখা যায়, কালো গাউন পরে গিয়েছেন মার্নি। কিন্তু তার পোশাকটি সম্পূর্ণ স্বচ্ছ। সে হতেই পারে। কিন্তু উপস্থিত দর্শকরা একটু খেয়াল করতেই দেখতে পান, স্বচ্ছ পোশাকের ভিতর অন্তর্বাস পর্যন্ত পরেননি মার্নি। না উপরে না নীচে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। উন্মোচিত হয়েছে মার্নির শরীরের গোপন থেকে গোপনতম অঙ্গটিও।

ইন্টারনেটের দৌলতে অনুষ্ঠানে মার্নির পরিহিত পোশাক এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। অনেকেই বলছেন, মেয়েটার কি লজ্জাশরম বলে কি কিছু নেই! কেউ বা আবার মার্নির ফ্যাশান সেন্স-এর প্রশংসা করে বলছেন, যা ভাল লেগেছে, তা-ই পরেছেন মার্নি। এতে এত লোকলজ্জার কী আছে!মার্নির সঙ্গে তার বয়ফ্রেন্ড লিউইস ব্লুরকেও এই অনুষ্ঠানে দেখা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular