বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনভিজ্ঞতা ও ষড়যন্ত্রের মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।
বৃহস্পতিবার রাজধানীতে এক প্রেস ব্রিফিং কর্নেল অলি বলেন, আমি সেই পঁচাত্তর সাল থেকে রাজনীতি করে আসছি। পড়াশোনা করে জ্ঞান অর্জন করা সম্ভব, কিন্তু অভিজ্ঞতা পড়াশোনা করে অর্জন করা যায় না। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমার আছে।
এসময় তিনি আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দিতে হবে বলেও দাবি জানান। বলেন, আওয়ামী লীগ হলো জাতীয় শত্রু, দেশের শত্রু, নমরুদের দল।