নিউজ ডেস্ক:
অনৈতিক ব্যবসার অভিযোগে রাজধানীর উত্তরার “নীলা” ও “সোনাবান” নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এদের মধ্যে হোটেল নীলা থেকে ৬ তরুণী ও ৮ যুবক এবং হোটেল সোনাবান থেকে ৮ তরুণী ও ৮ যুবককে আটক করা হয়।
তবে এ সময় নীলার ম্যানেজার শহিদুল এবং সোনাবানের ম্যানেজার জাকির পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহ আলম জানান, ওই হোটেল দুটিতে অবৈধ ব্যবসা চলছে এমন খবর পেয়ে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ কোর্টে পাঠানো হবে।
নীলা থেকে আটককৃতরা হল- হেপি, নুসরাত, লতিফা, কামনা, হাসিনা, জান্নাত, মাহফুজ, রেজাউল, বিপ্লব, দিপু, এনামুল, মোশারফ, হিরু ও মোস্তাফিজ এবং সোনাবান থেকে আটককৃতরা হল- খুশি, মুক্তা, শিউলী, লিমা,সাথী, সোনিয়া, নূপুর, আয়েশা, হযরত, বাদশা, নূরুদ্দীন, সাইফুল, সাব্বির, মাইনুদ্দীন, আকাশ ও রবিউল।