অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ !

0
32

নিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স (শুধু নিয়মিত) পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। শনিবার দুপুর ২টায় শুরু হবে প্রথম দিনের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে মোট এক লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী। অনার্সের ৩০টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা আজ থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।