নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স তৃতীয়বর্ষ পরীক্ষার ২৮টি বিষয়ের ফল আজ রোববার বিকেল ৫টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৯৬.৭২ %।
ওই ফল যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nuhp3reg no (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd Ges www.nubd.info থেকে ফল জানা যাবে।
এ পরীক্ষায় দেশের ১৮২টি কেন্দ্রে ৪৭২টি কলেজের মোট ১ লাখ ৬৮ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৬৬ হাজার ৭৭ জন উত্তীর্ণ হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।