নিউজ ডেস্ক:
ভ্যাট অনলাইন চালুতে বিদ্যুৎসহ সব সেক্টরে ভোগান্তি কমবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে অনলাইনে নিটল-নিলয় গ্রুপের ভ্যাট নিবন্ধন ও সনদপত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল মাতলুব আহমাদ বলেন, অনেকেই বলছে অনলাইন ভ্যাট পদ্ধতি চালু হলে বিদ্যুতের ওপর ভ্যাটের পরিমাণ বাড়বে। একই সঙ্গে বাড়বে ভোগান্তিও। কিন্তু হিসাবে দেখা যাবে, নতুন ভ্যাট আইন ও অনলাইন ভ্যাট পদ্ধতি চালু হলে বিদ্যুতের ওপরে ভ্যাট বাড়বে না, বরং কমবে। পাশাপাশি কমবে ভোগান্তি।
তিনি বলেন, আমরা যারা গাড়ির ব্যবসা করি তাদের ভ্যাট রিফান্ড নেওয়ার পদ্ধতি ছিল না। নতুন ভ্যাট আইনে রিফান্ড নেওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছি।
দেশকে এগিয়ে নিতে সঠিকভাবে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক প্রদানের পরামর্শ জানিয়ে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ইসিআর মেশিন গ্রহণ মাধ্যমে ভ্যাট প্রদানের আহ্বান করেন।
ভ্যাট অনলাইন সম্পর্কে তিনি বলেন, নিটল নিলয় গ্রুপের নিটল নিলয় মোটরস এর ৩৫০টি অধিক শাখা রয়েছে। চারটি ভাগে যার ভ্যাট নিবন্ধন নিতে হয়েছে। এতগুলো ভ্যাট নম্বর ঠিক রাখা অনেক সমস্যার। এ থেকে মুক্তি পেতে অনলাইনে ভ্যাট নিবন্ধন নিতে এসেছি।
বিদ্যুৎ সম্পর্কে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনায় খরচ বাড়ে না, বরং কমে। নতুন ভ্যাট আইন সুষ্ঠ ব্যবস্থাপনার বুনিয়াদ সৃষ্টি করছে। তাই নতুন আইনে ভ্যাটের কারণে বিদ্যুতের দাম বাড়বে না বলে জানান তিনি।
এ সময় নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যানের পুত্র আবদুল মারিফ আহমেদ, এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক রেজাউল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।