অধ্যাপক মাননান দ্বিতীয় মেয়াদে বাউবির উপাচার্য !

0
38

নিউজ ডেস্ক:

অধ্যাপক ড. এম এ মাননান দ্বিতীয় মেয়াদে আরো চার বছরের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)  উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি গত ৫ মার্চ এ নিয়োগ দেন।

সৃজনশীল ব্যবস্থাপনাবিদ হিসেবে সুপরিচিত ড. মাননান ২০১৩ সালের ২৪ মার্চ দেশের একমাত্র সরকারি দূরশিক্ষণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথম নিয়োগ পান।