জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
অতি দ্রুত দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২:০০ টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব পরিদর্শন শেষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আহ্বান জানাই, দেশের সকল ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নীতিমালা তৈরি করে এবং দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য। অতি দ্রুত ছাত্ররা যেন তাঁদের নেতৃত্ব বাছাই করতে পারে। তাঁদের দাবিদাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে। ক্যাম্পাসের কল্যাণমুখী কাজ ও পরিবেশ দিতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠন করা নেই। যার অধীনে নির্বাচনটি হবে। হতে পারে, সে কারণেই কিছু ছাত্র সংসদ নির্বাচনে কালক্ষেপণ হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা এ ব্যাপার দ্রুত পদক্ষেপ নিবে বলে আমাদের ধারণা ও বিশ্বাস। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আমাদের মেসেজ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং সেক্টেটারি মো. রিয়াজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।