সুনামগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত থেকে নিয়ে আসার পথে দুটি অটো রিক্সা বোঝাই চোরাচালানের সাড়ে ৯’শ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপর উপজেলার সীমান্তগামী সড়ক মাণিগাঁও থেকে ওই চিনির চালঅন জব্দ করা হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, উপজেলার সীমান্ত সড়ক মাণিগাঁও সড়কের উপর দুটি অটো রিক্সা বোঝাই চোরাচালানের চিনি আসছিলো বৃহস্পতিবার সন্ধায়। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে মাণিগাঁও সড়কের উপর থেকে অটো রিক্সা সহ সাড়ে ৯’শ কেজি ভারতীয় চিনি জব্দ করে। এ সময় অটো রিক্সায় থাকা চালকগণ ও চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। চোরাকারবারিদের শনাক্ত করে পরববর্তীতে আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
জব্দ তালিকা মুলে দুটি অটো রিক্সা ও চিনির মূল্য প্রায় ৩ লাখ ৫৪ হাজার টাকা।