বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বী এবং পার্বত্য এলাকায় হামলা নির্যাতন বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কানাডার বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসীরা অটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

টরেন্টো, মন্ট্রিয়ল, ক্যালগেরি, অটোয়াসহ বিভিন্ন শহর থেকে ধর্মীয় এবং বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের সদস্যরা এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন। ব্যানার পোস্টার ফেস্টুনে উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

সভায় বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং পার্বত্য এলাকার নিপীড়িত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে কানাডার সরকার ও বিরোধীদলের ৭ জন এমপি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে বাংলাদেশ-কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডিকপ এমপি, সালমা জাহিদ এমপি, চন্দ্রা আরিয়া এমপি, টিম উপপাল এমপি ,শুভালয় মজুমদার এমপি ,জসরাজ সিং হাল্লান এমপি, অর্পণ খান্না এমপি প্রমূখ।

সংসদ সদস্যরা বলেন, সারা বিশ্বের সকল ধর্মের মানুষের নির্ভয়ে ধর্ম পালনের স্বাধীনতাকে গুরুত্ব দেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular