নিউজ ডেস্ক:
১৩৬তম আইপিইউ এসেম্বলির মত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানস্থলে বিদেশীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বিষয়ক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইন্ডি হলে গতকাল মঙ্গলবার সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহ ও সম্পাদনায় বিশেষভাবে সক্ষমদের সম্ভাবনায় পথচলা শীর্ষক আর্ট বুক ‘অনন্য ছবি’ Unique Glimpses এর মোড়ক উন্মোচন করেন আইপিইউ সম্মেলনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিইউ মহাসচিব মার্টিন চুনগং, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াসহ সম্মেলনে আগত বিদেশী অতিথিবৃন্দ।
গ্রন্থটিতে শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জল চিত্রকর্ম স্থান পেয়েছে। এই চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৩৬তম আইপিইউ এসেম্বলির মত এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদেশীদের উপস্থিতিতে এমন একটি পুস্তকের মোড়ক উন্মোচন এ কাজের প্রতি বিদেশীদের সংহতির বহিঃপ্রকাশ।
সায়মা ওয়াজেদ বলেন, এই বইতে অটিজম আক্রান্ত শিশু কিশোর তরুনদের নিয়ে ২৬০টি প্রিন্টিং আছে। তারা কি করে প্রকৃতিকে দেখে, উৎসবকে দেখে, কি করে আমাদের ইতিহাসকে দেখে তা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি বলেন, আমরা যেন অটিজমদের অসাধারণ দিকগুলো দিয়ে তাদের দেখি। তারা অটিস্টিক। এই অসুস্থতা দিয়ে বন্দি না করি। তাদের ট্যালেন্ট, সবকিছুর অংশ নিয়ে তারা এগিয়ে যাবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু ছবি তুললেই হবে না, অটিজম বিষয়ে আরও কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টির জন্য বেশি বেশি প্রচার করতে হবে।
যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এ সকল ব্যক্তিদের জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন বলেও তিনি মন্তব্য করেন।