চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার একেএম মহিবুল আলমকে সভাপতি ও চাঁন্দ আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আজিজুল ইসলাম চৌধুরী, সভাপতি গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এই কমিটির অনুমোদন করেন। এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের আঞ্চলিক অফিসে এক অভিষেক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে নবগঠিত কমিটি অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির যাত্রা শুরু করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও কোমরপুর শাখার ব্যবস্থাপক একেএম মহিবুল আলম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার চাঁন্দ আলী। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আলী কদর। এসময় অগ্রণী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা ও মেহেরপুর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- কার্যকরি সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আনোয়ার জাহিদ, আবু সাঈদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী কদর, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন আজাদ, অর্থ সম্পাদক জামাল উদ্দীন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবির হোসেন, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার, নির্বাহী সদস্য মীর মোখলেচুর রহমান, আছাদুজ্জামান, অমিত কুমার দত্ত, আল আমিন, আসাদুজ্জামান, আবু শাহিন, ফাল্গুনী আহমেদ, শিখা আক্তার, ফরহাদ হোসেন খান ও জহুরুল ইসলাম।