বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অগ্নি নয়, অাম্বেদকারের মূর্তিকে সাক্ষী রেখে বিয়ে !

নিউজ ডেস্ক:

শুধু ভারতের নয়, সারা বিশ্বের দলিত ও অস্পৃশ্য মানুষের অবিসংবাদী নেতা হিসেবে খ্যাত ছিলেন ড. বি আর আম্বেদকার। হিন্দু ধর্মলম্বীরা সাধারণত অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করে। সম্প্রতি কাল্লু জাতভ ও বিজয়ন্তী রাজোরিয়া নামে ভারতের মধ্যপ্রদেশের সেহোরের দলিত পরিবারের এক যুগল বিয়ে করেছে আম্বেদকারের মূর্তিকে সাক্ষী রেখে।

ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন আম্বেদকার বাবাসাহেব নামেও পরিচিত। স্থানীয় একটি পার্কে স্থাপিত সেই বাবাসাহেব আম্বেদকারের মূর্তিকেই কাল্লু জাতভ ও বিজয়ন্তী রাজোরিয়া সাতবার প্রদক্ষিণ করেন। পার্কে অাম্বেদকারের মূর্তির পাশেই ছিল বুদ্ধদেবের মূর্তি। যার সামনে তারা মালা বদল করেন। এসময় দু’জনের পরনে ছিল বিয়ের পোশাক।

কাল্লু জাতভ বলেন, সরকারি প্রকল্প ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’ (গরীব হিন্দুদের বিয়েতে এ প্রকল্প থেকে অনুদান দেয়া হয়) এর সাহায্য নেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। সেটা না পেয়ে তারা এটা করেছেন। কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে। তাই পরে কয়েকজন সমাজকর্মীর সামনে প্রথা মেনে বিয়ের একটি ছোট অনুষ্ঠানও করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular