নিউজ ডেস্ক:বেগমপুরের আকন্দবাড়িয়ায় অগ্নিদগ্ধ রোকেলা বেগমের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হওয়ার পর ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তামালতলা মুচিপাড়ার তাজুর স্ত্রী।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তামালতলা মুচিপাড়ার তাজুর স্ত্রী দুই সন্তানের জননী রোকেলা বেগম (২৮) পারিবারিক কলহের জের ধরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুণ ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এরপর প্রতিবেশিরা আগুণের লেলিহান শিখা ও অগ্নিদগ্ধ রোকেলা বেগমের চিৎকারে ছুটে গিয়ে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর তাকে মূমুর্ষ অবস্থায় নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে নেয়া হলেও তার অবস্থা অশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোকেলা বেগমের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেই রাতেই গুরুত্বর আহত রোকেলা বেগমকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখানে নেয়ার পর তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের ময়নাতদন্ত শেষে এ্যাম্বুলেন্স যোগে তার লাশ নিজ গ্রাম আকন্দবাড়িয়া নিয়ে আসা হচ্ছিল। উল্লেখ্য, গত ১০ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় রোকেলা।