অগ্নিকাণ্ড রোধে করণীয় !

0
37

নিউজ ডেস্ক:

আগুন যার একটাই গুণ, শুধুই জ্বালানো। অগ্নিক্ষুধা এতটাই প্রকট যে এর সামনে জান-মালসহ কিছুই আর অবশিষ্ট থাকে না।
প্রতিবছর আমাদের দেশ আকস্মিক অগ্নিকান্ডে জান-মালের কি পরিমান ক্ষতি হয় তা সবারই জানা। নাগরিক জীবনে এর ভয়াবহতার কাছে আমরা সবাই অসহায়।

অফিস-আদালত, বাসাতবাড়ি থেকে শুরু করে মার্কেট, বহুতল ভবন, যানবাহনসহ সকল ক্ষেত্রেই আকস্মিক অগ্নিকান্ডে আমাদের অসচেতনতা ও অজ্ঞতা কারণে শিকর হতে হয় চরম ভয়াবহতার। এই  সময়টাতে চারদিক থেকে আগুন লাগার খবর কানে আসছে। সম্প্রতি ফায়ার সার্ভিস থেকে সকল হাইরাইজ ভবন ও মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস।

অসর্তকতার কারণে আগুন লেগে যেতে পারে আপনার প্রিয় বাসতবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। আগুনের যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে তা হল আগুন লাগার কারণ, এ থেকে সর্তক থাকার কায়দা কানুন এবং অগ্নিকান্ডের পরে করণীয়। আসুন এই তিনটি বিষয়ে বিস্তারিত জেনে নেই।

যেসব কারণে আগুন লাগতে পারে :
* বৈদ্যুতিক গোলযোগ ও ত্রুটিপূর্ণ তার থেকে।
* সিগারেটের জ্বলন্ত আগুন থেকে।
* ভালোভাবে গ্যাসের চুলা বন্ধ না করা এবং গ্যাস লাইনে ত্রুটি বা ছিদ্র থাকলে।
* উত্তপ্ত তেল থেকে।
* বজ্রপাতের কারণে।
* আতশবাজি বা পটকা থেকে।
* নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করলে।
* সাধারণ তার দিয়ে বেশি ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করলে।
* চুলা জ্বালিয়ে ওপরে কাপড় শুকাতে দিলে।
* আগুন নিয়ে বাচ্চাদের খেলা করতে দিলে।

যে সকল বিষয়ে সর্তক থাকতে হবে :
* রান্নার পর চুলা সম্পূর্ণভাবে নিভিয়ে রাখুন।
* ভেজা কাপড় চুলার ওপর শুকাতে দিবেন না।
* গ্যাসের চুলা জ্বালানোর ১৫ মিনিট আগে রান্নাঘরের সকল দরজা জানালা খুলে দিন।
* গ্যাসের চাবি অন করার আগে ম্যাচের কাঠি ধরাবেন।
* চুলা ক্ষতিগ্রস্ত হলে পরির্বতন করে ফেলুন।
* বৈদ্যুতিক লাইন ৬ মাস পরপর পরীক্ষা করুন।
* ভালোমানের বৈদ্যুতিক তার ও সরাঞ্জম ব্যবহার করুন।
* প্রয়োজনীয় সংখ্যক অগ্নি-নির্বাপক যন্ত্র মজুদ রাখুন।
* অগ্নি-নির্বাপক যন্ত্রের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিন

আগুন লাগার পর :
* বিলম্ব না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২-৯৫৫৫৫৫৫/০১৭৩০৩৩৬৬৯৯) অবহিত করুন। আগুন নেভানোর জন্য তারা সব সময় প্রস্তুত থাকেন।
* শুরুতে আগুন নেভানোর চেষ্ট করুন।
* বহনযোগ্য অগ্নিনির্বাপনী ব্যবহার করুন।
* বৈদ্যুতিক লাইনে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। এতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করুন। এটি না পেলে শুকনো বালি ব্যবহার করুন।
* গায়ে বা পরনের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন।

এছাড়াও আপনার এলাকার ফায়ার স্টেশনের নম্বর সংরক্ষণ করুন যাতে আগুন লাগলে সহজেই ফোন করতে পারেন। আগুন লাগার বিভিন্ন কারণ থেকে সাবধানতা অবলম্বন করুন, দেখবেন দূর্ঘটনা আপনার কাছে ঘেষতে পারবে না।